আমি এমন একটি দেশ চাইছি-
যেখানে কোনো কাঁটাতার থাকবে না,
থাকেবেনা এপার থেকে ওপারে যাওয়ার-
বাঁধা,কোনো নিষেধ।
বন্ধু হবে,ভালোবাসা হবে-
পাখির মতো,বাতাসর মতো কিংবা আকাশ -
বা মেঘের মতো,নয়তো বা সূর্যের মতো।।
বৃষ্টির মতো ঝরে পড়বে প্রেম করুণা,
মায়া ভালোবাসা।।

আমি এমন একটি দেশ চাইছি-
যেখানে দেশের সেনাদের গুলিতে
ঝরবে না কারো রক্ত,গুলির বদলে-
ঝরে পড়বে রাশি রাশি ফুলের তোড়া।
মায়ের কোলে সন্তানেরা বসন্তের কোকিলের মতো
গান করবে, গল্প করবে আর কবিতা পড়বে...

আমি এমন একটি দেশ চাইছি-
যেখানে একই মঞ্চে হবে নামাজ,পূজা-
কিংবা বাউল বা পীরের কোনো গজল।।
কিংবা নিমাইয়ের মতো চৈতন্য হয়ে কীর্তন ।

মানুষ থেকে মানুষ হবে।
যেখানে মন্দির মসজিদের দান বাক্সে টাকা না ঢেলে-
ভিক্ষারীদের চার বেলা ভাত হবে,দুটো ভালো পোষাক হবে।
তাঁদের সন্তানেরাও বিদ্যালয়ে যাবে।

সেখানেই যে আসল শিক্ষা হয়;
চলো বিদ্যালয়ে যায় ....