মৃতপ্রায় এই মরুভূমিতে সবুজের ভীষণ দরকার...
পাতাহীন,অজীবিত একটিগাছ তার পূর্ণ যৌবনের- জন্য আজও লড়াই করে যাচ্ছে!
তথাকথিত,বুদ্ধিদীপ্ত,পৃথিবী শ্রেষ্ঠ সুসভ্য মানব-
তার পূর্ণ তরতাজা যৌবন নিয়ে খেলেছে -
মদের চাটের মতো!!
আজ নিতান্তই অসহায় সে...
তুষার মূর্তিতে তা প্রকট।
সৃষ্টি রক্ষার্থে অঝোরে কাঁদে!!
পাথুরে শহরকে আজ অজ্ঞানতায় গ্ৰাস করে ফেলেছে!!
আজ গ্ৰাম উঠে গেছে শহরে !!
রঙীন আলোহীন শহরে জ্ঞানের ভান্ডারে বুদ্ধির বড্ড অভাব ...

...হ্যাঁ আজ সবুজের খুব দরকার!
সে এ গ্ৰহের সমস্ত পাপ স্বচক্ষে  দেখেছে ...
তারো একটা পরিবার ছিল ...
একেএকে তারা সুসভ্য দাবানলে  পুড়েছে ...
পৃথিবীর শেষ বিচারে দিনেও সে থাকবে-
শুধু  পাপের সাক্ষী দেবার জন্য !
...হ্যাঁ সবুজের ভীষণ দরকার !!