ফিরতি পথে সেই গাঁয়েতে
পড়ে প্রেয়সীর ঘরখানি-
নয়ন মেলি চেয়ে দেখি,
কাজল কালো আসমানী!
আমি পথ হারিয়ে পথ খুঁজি
আপন পথের সেই ঠিকানাই ,
দিনের শেষে রাত্রি যাপন,
এই যে প্রিয় কঠিন সময় !!
দেখি তোমার বাঁকা চাহনি-
আর মৃদুভাষী সেই আঁখি,
লাজুক ও শরমে তুমি প্রিয়
যে তোমায় আমি বেঁধে রাখি!!
না জানি তোমায় কত জনম-
দেখিনি প্রিয় নয়ন ভরি,
ফিরতি পথে সেই গাঁয়েতে -
পড়ে আমার সখির বাড়ি !!