সকল ধর্ম মধ্যে আছে এক সে ইশ্বর,
আদি ও অনাদি সে নির্মল ভাস্বর!!
বিশ্ব মধ্যে আছে ভাই বহু ভিন্ন মত,
মানুষ খুঁজে মানুষ ধর অতীব যে সৎ!!
যে রাম সেইতো রহিম মতে শুধু ভিন্ন,
শাস্ত্র পড়ে জ্ঞানী যারা ভাবে তারা অন্য!!
বিশ্ব মধ্যে কোরআন হাদিস ছিলনা যখন-
বল হে চতুস্পদী কী ধর্ম ছিল সে তখন??
শাস্ত্র পড়ে জ্ঞানী হয়েছে এই ভবে যারা,
বৃহৎ এ ধর্মকে লঘু দেখে গো তারা !!
যাওয়া আসার এই খেলা যে ধরতে পারে,
একের মধ্যে বিশ্ব-জাহান সধনায় সে ধরে!!