ভৈক্ষ্যম্ ভোক্তুম্ কর জ্ঞানি সান্নিধ্যানে,
তবে গঙ্গানীরে শুদ্ধ হবে নবানির সনে।।

তাঁর চরণামৃত পান করিলে,
মনের ময়লা সব যাবে চলে ,
                   ত্বরাই যাও সেই চরণ তলে -
                   দিবানিশি রয় সূর্য যে-খানে ।।

তুমি কে আর তিনিই বা কে,
চিনবে তখন এক আল্লাহ্কে,
                  ডুবেনা তরী ঘোর বিপাকে -
                  মিজান পুলসিরাতের দিনে।।

ছয় অরিসূদন হ’বে সে দিন,
পলকে হেরিবে সেই সে দীন ,
                 তুমি একের মধ্যে হবে লীন -
                 ত্রিবেণীর সেই সন্ধি-ক্ষণে ।।

(ওমন)মজিলে তাঁহার প্রেমে-
উর্ধ্বে যাবে সেথা ক্রমে ক্রমে
              (ওরে)ধরবেনা ছয় রিপুর যমে-
              শূন্যে ভেসে রবে তুমি আসমানে ।।