আবেগী মন আমার (প্রিয়),বেঁধে রাখতে পারিনা
ফোটানো ফুল শুকিয়ে গেল,(বধূ )কেন এলে না -

আকাশ-পাতাল আর সাগরে খুঁজি,
তবুও তোমার কেন দেখা নাই বুঝি,
কে ভক্ষিবে আমার এই পুষ্পরাজি,
                                      আমার প্রেম রসনা—
প্রিয় সুনিগ্ধ এই বিরহ- রজনী,
মুছিয়ে যাও,এসে চোখের পানি,
ঝরে আঁখি মোর আপনার আপনি,
                                      গাহি বিরহ বন্দনা —

মিলন নহে ,বিরহনলে পুড়িয়ে দাও ,
ইহাতেই যদি (প্রিয়)তুমি শান্তি পাও,
আসিওনা তবে(প্রিয়) চলিয়া যাও,
                                পোহাইব বিরহ যাতনা —

আঁখি ঝরে ঝরে অন্ধ হ’লাম,
তবু তোমারে নাহি পেলাম,
আপনার আপনকে ভুলে গেলাম,
                                 ছয় চোরার ঠিকানা(য়)—