তরুলতা পতঙ্গাদি সবেতো চাহে প্রেম ,
প্রেম ব্যতিরেখে প্রিয় বাঁচা যে বড় দায় -
ইউসুফ -জুলেখা , রাধা -কৃষ্ণ
সবাইতো প্রেমের কাঙ্গাল এবিশ্ব চরাচরে তাই !!
ওগো প্রেমে বাঁচা ,প্রেমেই মরা
প্রেম ছাড়া মুই কিছু চাহি না -
তোমায় না দেখিলে পরে
অন্ধ হয়ে যায়, কিছুই দেখিতে পাইনা !!
ছল ছল দু-নয়ন মোর,
সদাই সিক্ত রয় নয়ন জলে -
প্রেম সাগরে ডুবে আছি তাই
জ্বলিতেছি বিরহের অনলে !!
তুমি আছো মোর ঈশান প্রিয় ,
আরো আমার হৃদয় আসমানে
ভুগিতেছি বিচ্ছেদের জ্বালায় -
তাই দেখা হয় না গোপনে!!
শত উপমা পড়ে যাবে কম ,
তোমার রূপের বর্ণনা দিতে -
তুমি ঊরপসি আমার প্রেয়সী
তোমার উপমা নিহিত শুধুই তোমাতে!!
আমি তোমারে যদি পায়,
প্রিয় রোজ হাশরে -
বুকে থাকুকনা তপ্তকুম্ভ ;
তবু দু-নয়ন ভরে দেখিব তোমারে !!