বল বাতাসে আজ কীসের সৌরভ,মোহিত করে ভূবনে-
বুলবুলিরা আজ মেতেছে কেন ভাই ,নৃত্য উল্লাস গানে-

সেই আরব মরু প্রান্তরে,আলোকিত কার নূর আতরে?
ধন্য ভূবন পেয়ে যাঁরে, তৌহিদের কালাম আসে কানে!

কে আসে শান্তির মশাল জ্বেলে,আমিনা মায়ের কোলে ,
মৌমাছি নৃত্য করে কেন ফুলে ফুলে,সেই সে মরুদ্যানে!

প্রেমের খেলা খেলব বলে,সেথা হতে হেথায় এলে চলে,
পতিত পাবনে মুক্তি দিলে,কলেমা পড়িয়ে সেই-খানে!

তাঁর নয়নে যেন বিশ্ব লুকিয়ে,খোদাতালার অতি পিয়ে,
খেলে সে মানুষে লয়ে,আওয়ল,আখের,জাহের বাতুনে

রসিক জনের প্রেম বন্দনা,এই মরুতটে তাঁরই আল্পনা,
কে আঁকে তাঁর রূপনিশানা,এই সৌরভিত মধূর ক্ষণে!

আমারে কর মরু বালি,মাথায় করে নেব সেই চরণধূলি,
কত পাপী ত্বরে গেল শুনে সে বুলি,পুলসিরাত,মিজানে!