অভিমানী, আমি সাজিয়েছি প্রেম ডালা-
পরাবো বলে তোমারে সে প্রেমের মালা!!
তব রূপ প্রিয় মিশে রয় সর্বাধারে -
পলকে ঝলকে তাই দেখি গো তোমারে!!
প্রেয়সী তুমি নিয়েছো আশ্রয় আমাতে-
আমি আগন্তুক,কেমনে মিলি তোমাতে?
তব সে নীল রঙ আজ মিশেছে লালে -
দেখিয়া যাও মোরে প্রিয় আছি কী হালে!!
সেই সে রবি গো প্রায় শায়িত পশ্চিমে-
এবার নহে দাও মিলন কোনো- ক্রমে!!
জীবন শার্শিতে আবদ্ধ, বিরহ জ্বরে-
চির সুখি সে যদি মিলিতে পারে তাঁরে!!
দূর হতে তোমায় কত সুন্দর লাগে -
কাছে এলে সে প্রেম হারায় অভিযোগে !!