ভিতর ভিতর পুড়ছি আমি
প্রেম বিরহানলে --
এসো এসো প্রান প্রিয়া
এ প্রেমিকের হৃদ কমলে !!
আর কতো খুঁজবো তোমায়,
ওগো অন্তর-বাহিরে।
দাওনা এসে দেখা সামনে-
দেখি প্রান ভরে !!
আমি উম্মাদ হয়ে তোমায় খুঁজি-
এ বিশ্ব ভূমন্ডলে।
পাই না আমি তোমার দেখা-
ষড়রিপুর কবলে