একে একে সবাই ছেড়ে চলে গেল ,
তুমিও গেলেনা বাদ -
ফেরারী হ'য়ে তোমায় খুঁজেছি,
প্রেয়সী আমি দিবারাত !!
ভিতর ভিতর যেন নরকের স্ফুলিঙ্গ -
তপ্ত করাতের মতো পীড়া দেয় -
অভিমানী তুমি রয়েছো দূরে -
ঠাই আছি বসে নরকের দোরগোড়ায় !!
বাহিরের সেই শান্ত , মৃদু-ভাষী প্রেম -
যদি তা ভিতরেও থাকতো একই -
তবে এ অ-প্রেমের রাজ্যে প্রেম চাষিতাম,
না হয়ে ব্যাথিত, সাধিততাম গোলাপ রাজি !!
প্রেমের আব'ছায়াতে বিরহের নতিমাত্রায় বেশি ,
তুমি কি তা জাননা ওগো প্রিয়তমা ?
প্রেম সাগরের অতল তলে যাচ্ছি ডুবে ,
মিলন-সন্ধিক্ষনে এসেও এলেনা অনুপমা!!
দেখিয়া চিত্ত, তুমি আজ রয়েছো দূরে -
প্রেম ভুলে, মনের আবেগেতে -
প্রেমের বিনিময়ে দিলে শুধু একরাশ বিরহ -
স্বপ্ন ফেরীর এ বেদনা-গ্ৰস্ত মরুতে!!
প্রেয়সী তোমার নামের প্রেম তরনী -
আমি ভাসিয়েছি প্রেম যমুনায় -
কোন নিষেধ মানেনা, ঝরে দু-নয়ন ,
অবিশ্রান্ত নয়ন সরসী , তাই করি অনুনয় !!