প্রবল তৃষ্ণা লাগে গো পিয়া মিলনে তোমারে,
ফোটানো ফুল শুকিয়ে গেল,ঝরিল জলস্তরে—
(প্রিয়)বহিয়া বহিয়া তরণী-
ভেসে যায় কোথা,না জানি?
তব বিরহের বাতাস লেগে,ভাসে ডুবে হিয়ারে।।
এসো পিয়া এই মরু-স্থলে-
চাতক বেঁচে,আছে কী হালে?
আমি গেঁথেছি বালির হার,
আমায় ধরেছে বিরহ জ্বর,
জনম গেল,চলে গেল,প্রিয় খুঁজিতে আপনারে।।

---------------------------------------------
উৎসর্গঃ কাজী নজরুল ইসলাম
বিষয়াঙ্গঃ প্রেম
তালঃ কাহার্-বা