ও ভাই মানবতাকে কর জাগ্রত -
ধর্মকে দাও বিসর্জন ডাস্টবিনে,
মানুষের চেয়ে আশরাফুল বল-
আছে কি ভাই এই দয়মিয়ানে!!

খোলরে কোরান,বেদ ও বেদান্ত,
ও ভাই মানবের তরে সর্ব সৃজন-
দেখ এই মানবের সেই অনুরাগে-
বাতুনেই গোভাই হয় তাঁর পূজন!!