প্রিয় ওগো যেওনা চলে ,
রেখে আমায় অন্ধকারে -
আঁখি মোর হয় যে ব্যাকুল,
দেখিতে প্রিয় তোমারে!!
প্রেম অন্ধ যে রয়েছে -
এহেন ভূ- মন্ডলে,
নরকানল তুচ্ছ তার কাছে-
পুড়ে নিত্য বিরহ অনলে!!
অনাবাদি এ প্রেম জমিনে -
তুমিই সর্বশ্রেষ্ঠ আবাদ;
যেমন ফুলছাড়া মালির-
ঘটে গো বিরাট প্রমাদ !!
ওই যেদিন দেখেছিলাম -
নীলনদের সেই নীল পাড়ে-
নীরব দৃষ্টিতে চেয়ে ছিলে-
তৃষ্ণার্থ সেই চোখের প'রে!!
অগোছালো শব্দহীন আওয়াজ,
তোমার,প্রিয় অনেক কথাই বলে
জ্বালায়ে বিরহের আগুন -
প্রিয় এখন কোথায় র'লে!!
প্রিয় রাতের ওই নক্ষত্ররাজিও -
শুধু তোমারে খোঁজে -
তোমার রূপে চাঁদের হয় সরম-
মুখে ঢাকে যায় তাঁর লাজে!!