খোদার ওই রূপের কিরণ -
পড়ে তোমার মুখের ’পরে;
বেহেস্তি অপ্সরা তুমি ওগো,
এই ভব প্রেমের বাজারে!!

খোদা কি দেখিব আমি প্রিয় ,
তুমি প্রেয়সী ওগো খোদানুরূপ,
এই ভবেতে প্রেম বিলাতে-
রাখলে ওগো আমাতে স্বরূপ!

অহর্নিশ তুমি আমার নামাজ-
তোমায় স্বরি আমি নির্জনে-
ইশক শারবী মাতাল আমি -
প্রিয় শুধুই তোমর কারণে !!

সাকী সাকী বলে ফিরি সদা -
আমি গ্ৰহ থেকে গ্ৰহান্তরে;
এই চোখে আর ধরে পানি -
উঠে যবে তব ছবি অন্তরে !!

শারাব পিয়ালায় ভাসে তব রূপ-
তব ইশকশারাব করে বেকারার-
যতই ডুবি গো তব শারাবে আমি-
তদগুণাধিক শীনা করে হাহাকার!!

হারদিন্ওহিসুরাত আসে বারেবারে,
এমনি কল্পতরু,না যায় ধরা ছোঁয়া-
একবার ধরতে পারলে সে স্বরূখানি-
এই জনমে যাবে পরমেশ্বরে পাওয়া !!

তাঁরে ধরতে কত মুনি-ঋষি -যোগিরা-
সাধনার ফাঁদ পেতেছে বসে নিরালায়-
আমি আধম পাপী অতীব নিকৃষ্ট পশু
গোলকধাঁধায় দিন কাটায় অবহেলায়!!