জমিয়ে রেখেছি শত আবদার,
ভুলি গিয়ে অভিমান -
তুমি আছো, আছো তাই প্রিয়,
গড়ি আজও প্রেমের বাগান!!
আমি আজও বেশ দেখতে পাচ্ছি তোমায়,
ওই সে মন পাড়াতে -
ব্যাথার সাগরে ডুবে আছি আমি,
তবুও বেঁচে আছি কেবলই অনুভূতিতে!!
অনুভূতিতে বেঁচে আছি তাই কিছুই চাইনা -
ইহকাল ও পরকালে ,
আমার প্রাপ্যের স্বর্গটুকু যেন ভাগ করে দিয়ে খোদা,
ওই সে পাপীর দলে !!
আমি জীবনভর রয়েছি অন্ধ প্রেয়সী ওগো-
তোমার প্রেমের হেমলক বিষে-
যতবারই জন্ম নেব এই ধরাধামে ওগো প্রিয় ,
ততবারই যেন থাকিও শুধু অনুভূতিতে মিশে!!