ওই দেখ আকাশে
পাখি উড়ে বাতাসে
শরতের প্রভাতে,
ফুটে ফুল টগররে,
আহা কী বাহারে-
সুমধুর আভাতে।।
আর ফুটে কাশফুল-
ছাপিয়ে দুই কুল -
বিলের ওপারে-
এই মহা-শ্মশানে
মায়ের আগমনে-
বেণুর কাঁসরে ।।
কত মানুষ ঘর ছাড়া,
মায়েরে পেয়ে তারা,
কেঁদে ভাসে নয়নে;
তিনিই শেষ আশা,
পতিতের ভারসা
আর নেই ভুবনে।।
দশভুজা মা যিনি
জগত জননী-
মহিষাসুরসংহন্ত্রী,
মা তোমার চরণে,
রেখো সদা শরনে-
আমি ক্ষুদ্র যন্ত্রী।।
#এই লেখনীতে শুধুমাত্র কাব্যিক শিল্পী অর্থে 'যন্ত্রী' শব্দের ব্যবহার করা হয়েছে।।