এ আমি কে? আর কেই বা তুমি,
আমার অধিষ্ঠিনে তুমি সর্ব ভূমি।।
অর্ধ জ্ঞানার্জনে মনু অহংকারী হয়,
পূর্ণ জ্ঞানে মিলে আমি্'র পরিচয়।।
অ-উ-ম কার যোগে ওঁং-য়ের প্রসার,
সৃষ্টি-স্থিতি-প্রলয় রয়েছে যাঁর ভিতর।।
আমি গুণ মোহ, তুমি গুণে ধর্মক্ষেত্র-
ওঁং নামে মিলবে রে আদি-অন্ত অত্র।।
কুল বধে কল্যাণ কীরে হয়েছিল সেথা?
এমন গুণতো মন দেখা যায় না হেথা।।
স্বজনে বধ করলে গো পাপ বৃদ্ধি হয়,
এ কোন যুদ্ধ মন যাহাতে মুক্তি পায়?
কু-প্রবৃত্তির অর্থে গো কুরুক্ষেত্র বলে,
আমিত্বের তাগিদে সতত্ বহে চলে।।
এ দেহ নশ্বর,কিন্তু তুমি গুণ নিরন্তর,
আমি গুণ ত্যাজিলে বিনাশ জন্মান্তর।।
এই ক্ষুদ্র পদাবলী দিলাম মানবের জন্য,
যাহা পাঠ করলে ভাই জীবন হবে ধন্য।।