কৃপা গুণে পেয়েছি মাগো
তোমার মতন এমন,
ভুলেও যেন না ছেঁড়ে খোদা
এই সু-মধুর বাঁধন!!
তোমার মত এত স্নেহ মা-
কেউ করেনি এই ধরায়-
জান্নাতেরই পরশ সোহাগ
দিলে এ শুষ্ক সাহারায়!!
মা তোমার মুখের বাবা ডাকে-
ওই মায়ের বীণা বাজে,
বসন্তেরই অলি যেমনে মাগো
সেই ফুল কাননে নাচে!
তোমার পরশ চাদরে মাগো-
যেন বনস্পতির ছায়া,
তোমার আঁচলের গন্ধে মাগো
দুখ ভোলানো মায়া!!
মায়ের স্নেহ পাই ক-জনে
খোদার দোয়া না থাকলে-
কৃপা করে ভাগ্য-গুণে
খোদার কাছে না আসিলে!
খোদার তরে করি মোনাজাত-
মাগো তোমার আসিষ পেতে-
গ্ৰহণ করে ধন্য করো গো মা,
রাখো তোমার আঁচলেতে !!