চলার পথের ফুলদানিতে কাঁটা বিদ্ধ গোলাপ,
কেঁদে কেঁদে হায় করি গো তাই বসন্ত বিলাপ!!
গুমট করা অশ্রুনীরে,থাকেনা কোনো'ই গন্ধ;
হারানো সব অনুভূতিতে তাই গাঁথি নতুন ছন্দ!!
জীবন যুদ্ধের শর্শিতে,থেকে যায় যত অভিমান -
অতীতের বিশেষ অনুভূতিতে কাঁদে বর্তমান!!
যুগেযুগে যারা এসেছিল হেথা করতে প্রেম বিতরণ,
অবহেলা ছাড়া পাইনি কিছু তারা নেত্রবারি সন্তরণ!!
ভুলা বড়ো দায় মায়া যে কঠিন,এই জীবন নদের,
তাইতো বারেবারে আসা,ভুলি বলে সেই পদের!!
সব অবেলা শেষ হয়,যখন আসে আজরাইলই চিঠি,
প্রেম ভালোবাসা ক্ষান্ত মরুআশা,আনে প্রবল বিষ্টি!