বেদনা গ্ৰস্ত এ বুকে পড়ে রয়েছে শুধু এক শুকনো কান্না-
অভাব- অনটন আর তাছিল্লতে ভরা এ মন
প্রিয় মানুষটি এক সময় সবচেয়ে অপ্রিয় হয়ে যায়
নিঃশব্দে কেঁদে যায় সে সারাক্ষণ!!
পরের জন্মে আমি জন্ম নিবো এক অনাবিষ্কৃত গ্ৰহে ,
এ গ্ৰহে এখন আর প্রেম নেই , নেই কোনো আবেগ ,আছে শুধু মিথ্যে প্রতিশ্রুতি
আমি চাইনি তোমার উষ্ণ বদন, যৌবানাক্ত ঠোঁট
তুমি না থেকেও যেন ঘিরে রয়েছো আমার সর্বব্যাপ্তি !!
এখন আর তোমাকে পাওয়ার মিনতি করিনা খোদার কাছে -
জায়নামাজে বসে করি কেবল তোমার জন্য দোয়া
আমি নয়ন জলে ধোয়াবো তোমার চরন দু-খানি
এ কেবল আমার খোদার কাছে অশেষ চাওয়া !!
আমি বিরহের গানে মর্ত হয়ে তোমার প্রেমের পরশ খুঁজি,
একাকিত্ব, আত্মগ্লানি ,অভিমান উপেক্ষা করি না "সুনয়না"
আমি তোমার বিরহ গানে বিভোর থাকি সারাক্ষণ
প্রেম বিরহনী তোমায় ভুলেও ভোলা যায় না!!
প্রেম কোনোদিন উভমুখি হতে পারে না "সুনয়না" -
একজন শুধুই স্বার্থ খোঁজে অন্য জন চাই শুধু একটু ভালোবাসা
তোমার আর কী দোষ আছে বলো প্রিয় -
গোটা পৃথিবীতো আজ মরতে বসেছে সারা পৃথিবীতেই এক অবস্থা !!
পৃথিবীর চির পবিত্র অনুভূতি হলো প্রেম -
প্রেম ছাড়া যে পৃথিবী বড়ো অচল -
কিন্তু বিরহে মিলে শত শব্দের সম্ভার ,
যাহাতে জন্ম নেয় সহস্র কবির দল !!