বহুদিন পরে আবার কেন জাগল নেশা দুচোখে?
কোন ফুলের দিলে শারাব এ লোহিত মরু বক্ষে?

পেয়ালা ভরে আঙ্গুর শারাব ঢাললে এই অনলে-
নেশায় টলে গুলবাগিচায় দিলে শয্যা এবেভুলে।।

শারাব পেয়ালায় ভাসে ওই সুরাত তোমার নূরে,
তুমি প্রেম দিলে প্রাণ,মলিন গগন হৃদয় অন্তরে।।

তোমার নূপুরের অনুরণনে মাশুক সুধা এই দহে,
শশীর লাজুক বিভা পড়ে ঝরে ফুলকানন গাহে।।

নব চৈতন্য গুলবাগে আশেক মাশুক করে খেলা,
কে তুমি দিলে রওশন নওজোয়ানী নিদ ভোলা??