কে তুমি আছো লুকিয়ে আমার অন্তরে?
দেখতে মোর বড়ো অভিলাষ,তোমারে!!
নিজেরে প্রকাশে তুমি নিজেই রইলে গো প্রভু গোপনে,
প্রেমের খেলা খেলবে বলে মোরে নিয়ে এলে এখানে।!!
জগৎদীশ্বর তুমি নাকি গো আছো সব ঠাঁই,
কৃপা করে বল ওগো দ্বীন কী তোমারে পাই??
আমি এক কলের যন্ত্র যা বলাও তাইতো গো বলি,
তবে কিসের তরে এই ছলনা,পাপ পুণ্য লিখে চলি!!
শিহরি উঠেছি আমি আজ দেখে মন আরশিতে,
যারে খুঁজি জগৎ জুড়ে সে আছে নিজ কায়াতে!!
আরশ তাঁহার মস্তক উপরে শাস্ত্রে বলে গো তাই,
ত্রি-ভুবন জুড়ে খুঁজছো তাঁরে পেলে কী পরিচয়??
নিরাকারের আকার আমি পেয়েছি গুরু দরশনে,
স্বরূপে রূপ মিশিয়ে আমি দেখি তাঁরে হৃদ-দর্পনে!!
অপরূপা সে দেখি আপনারে আপন আঁখি দিয়ে ,
হাতের কাছেই পেয়েছিখোদা,খুঁজি না মক্কায় গিয়ে!!