কে তুমি রয়েছ ওগো আমায় আড়াল করে ?
জনমভরে খুঁজতে আছি দেশ দেশান্তরে —
এ পৃথিবী গোলাকার,বিন্দু রূপের আধার,
মানব সৃষ্টির প্রারাম্ভ তাওতো একই প্রকার।
তবে কেন লাগে ধাঁধা,চিনতে গো তোমারে-
সদা প্রকাশ তুমি,কিন্তু আমি রই অন্ধকারে—
মৃগ কস্তুরী যেমন,সুগন্ধেমোহিত করে রাখে;
হাজার খুঁজলে কি ভাই পাওয়া যায় তাকে?
তবুওতো আছে রে ভাই সে মৃগের অন্তরে-
কেন পাগলামী করিস তুই খুঁজে মরুসাগরে—
ঘরখানি যাঁর এত সুন্দর ঘরামী কেমন হবে?
দরজা জানালা খোলারাখ নিশ্চয় দেখা পাবে।
যদি দেখতে চাও তাঁকে যাও তে-তালার ঘরে-
দমের ঘরে ফাঁদ পেতে চালাও কল ধীরে ধীরে —
তিনি নাকি সবই পারে,মন তুমি কিরে পারনা ?
চোখ থাকতে দিনের বেলায় অন্ধ হয়ে মরোনা।
আছে সে তোমারি সাথে শাহরগের নিকট স্তরে-
খুলে দেখ সূরা কাফ স্পষ্ট কয় সে্ তাঁর ভিতরে—