যে প্রেমের প্রকাশ বেশি
                        ক্ষনেক তুচ্ছ অনুভূতি-
যে প্রেম শুধু নির্বাক শ্রোতা,
                         প্রবল বিরহ আকুতি।।
মিলনে নয় কামনার তরে-
                         রহে তার এই জ্বালাতন,
কামনা শেষে থাকে কী-
                         তার কোনো আয়োজন??
প্রেম মনেতো ভোগ নয়-
                         নয় কোনো অধিকার-
প্রেম এক বিশেষ অনুভূতি-
                          সদাই কর এই বিচার!!
প্রেমিকের চিরসাথী সদাই-
                          মায়াবেনী সে আঁখি জল ;
নিরন্তর স্মৃতির চাদরে-
                          অনুভূতির প্রাণোজ্জ্বল!!
প্রেমের মতো পবিত্রতাসম -
                         ভাবনা বিরল এ ত্রিভূবনে ,
শুধু প্রেমের তরে সৃষ্ট পৃথ্বীশ,
                     আজ কেন হায় গরল তুফানে??
প্রেয়সী দাও গো প্রেম মধু,
                          আর থেকো না গো দূরে-
গরলে মিশিলে গো সুধা -
                         ভোরবে হৃদয় প্রেম সুরে!!
যমুনা পরে তোমার বাস -
                         দাও গো প্রেমের হাতছানি,
আমিই রাজ্যে অপ্রেমিক শুধু-
                      তুমি কাজল কালো আসমানী !!