একটা গোলাপ নিত্য হাসে
আমার ফুলের গাছে,
প্রজাপতি দল ভৃত্য তাহার
সকাল দুপুর সাঁঝে।
নিত্য আমার চিত্ত হারায়
ভাবনা পুরীর রাজ্যে,
সেইখানেও ফুলের গাছটি
রাখি মোর আনাচে কানাচে।
প্রভাত-বেলায় নিত্য যখন
সূর্য্যি মামা আসে,
হৃদয় আমার সিক্ত করে
গন্ধ তার বাতাসে।
দুপুর-বেলায় তপ্ত আলোয়
গগন যখন হাসে,
বৃক্ষটি মোর রক্ত আভায়
রাঙায় গৃহের পাশে।
সন্ধ্যা এলে গুপ্ত আলোয়
যখন চন্দ্র আসে,
গোলাপ আমার ভক্ত চাঁদের।
জোনাকির সাথে হাসে।
ছন্ন ছাড়া জীবনে আমার
আবার প্রভাত আসে,
গোলাপ আমার বৃক্ষ সমেত
নিত্যের মত হাসে।।