সে যে চলে গেল; আর বলে গেল মোরে
আসবে না কভূ আর,
বেঁধেছে যে ঘর নিজেই ভেঙ্গেছে
করেছে সে ছারখার।
নিজের হরষে এসেছিল সে যে;
চলে গেল নিজ দায়ে,
ডুবে যেতে থাকা সত্বা আমার
তুলেছিল যার নায়ে।
নিজপথ ভুলে মোরে বাঁচাবার ছলে
অচিন এই পথে এসেছিল যেই জনা,
চলে গেল সে যে; বলে গেল মোরে
আর কভূ আসবে না।
সে যে রেখে গেল তাঁর করুণ স্মৃতি
আমি অভাগার বুকে,
না জানি আরেক জন্মে কখনো
পাব কিনা ফিরে তাঁকে।।