আসমান তুমি অভিমান করে আজি
আত্মগরব করিছ কেন ম্লান,
দোহাই তোমার এইবার চুপ হও,
বজ্র বৃষ্টি ঝড়ে;
আর মারিওনা অসহায় কোন প্রাণ।
জানিনা কি হেতু কাঁদিছ তুমি
কার সাথে তব মান,
তোমার অশ্রু প্রলয় তুলিছে এথা,
ব্যাথার প্লাবন নিচে;
দেখ সকল কিছুরে করিছে ছত্রছান।
দাবদাহ খরা জরার লাগি একদা
গেয়েছিনু সেই জলের গান,
জীবের লাগিয়া জল-যে জীবন সম,
তাই চেয়েছিনু জল;
বাঁচাতে এথায় সকল জীবের প্রাণ।
এতো জল তুমি কোথা পাও
আমি জানিনা হে আসমান,
জীবনের হেতু চেয়েছিনু জল বটে,
চাইনি-তো এতো বেশি;
যে-জলে ডুবে মরে সব প্রাণ।।