দিয়েছি জীবন তোমার হাতে,
খেল পুতুলখেলা
সুখ পাও যদি তাতে।

সস্তা পুতুলে খেলবে খেলা?
যদিনা মনে ধরে
করবেনাতো হেলা?

হেলার বদলে ভেঙেই ফেলো,
আঁধার যদি ভাবো
খুঁজে নিও আলো।

হবেনা কারো ক্ষতি,
তুমি ভাঙলে ভেঙেই যাবো
ভাববোনা একরত্তি।।