শ্মশানভূমির শবাসন সম বুকপকেটের তলে,
নিত্যনতুন ইচ্ছের শব পুড়েছি নানান ছলে।
পাছে লোকে কিছু বলে!
সব জেনেশুনে আমিও গিয়েছি কাপুরুষের দলে।
কেঁদেছি আমার আজন্মকাল আশার প্রদীপ জ্বেলে,
না'মানা বিষয় মেনেছি, নিজের অযথা কিছু ভুলে।
প্রাপ্তি নামক হিসেব ছিল শুন্য; যার ফলে,
পাওয়া-নাপাওয়া দুটো দুইপাশে, আমি মাঝখানে ঝুলে।
এইবার আমি দেখব- কে কি বলে!
সকল বাধা ভাসাব এবার দুঃসাহসের জলে।
স্বপ্নখেকো, কূপমণ্ডূক, মূর্খ শাসক গলে -
লালেলাল হবে কঠিন আঘাতে; যদিনা মুক্তি মেলে।
মনের মতন চলবো হেসে-খেলে,
বুদ্ধি, শক্তি, সাহসে ঠেকাবো আরকোনো বাধা এলে।।