একজন শুদ্ধ প্রেমিক হতে চেয়েছি শুধু -
বুকর ভেতরের নির্ভেজাল দর্পণে আত্মপ্রতিবিম্ব প্রত্যক্ষে
যার কোনো অপরাধবোধ জন্মেনা।
জাগতিক ছলচাতুরীতে নিজেকে বারবার
হারিয়ে ফেলবার শংকা হয়না যার,
প্রেয়সীকে ধরাধামের পবিত্রতম মানবী ভেবে
যার অহেতুক মিথ্যাবাক্যে ছল করতে হয়না,
একজন শুদ্ধ প্রেমিক হতে চেয়েছি শুধু।
এই ব্রহ্মাণ্ডের সবাই একবাক্যে স্বীকার করবে,
কারো জীবনে প্রেম একবার আসেনা।
পবিত্র হৃদয়ের প্রকোষ্ঠে তবু যার প্রথম প্রেমের ভ্রণ
জন্মানোর পরেই দিয়েদিয়েছিল দুর্ভেদ্য এক তালা,
সকল প্রতিকূলতাকে তুচ্ছজ্ঞান করে যে
বহু কষ্টে লালন করে সেই প্রেমের ভ্রুণকে উপযুক্ত করেছে,
একজন শুদ্ধ প্রেমিক হতে চেয়েছি শুধু।
নশ্বর মানবজন্মের প্রণয় অবিনশ্বর জনমের জন্য
ঈশ্বরীয় জগতের সবকিছুকে সাক্ষী করে যাওয়ার মতো।
পার্থিব কোনো লালসায় হারিয়ে গিয়ে
ভালোবাসার প্রতি কর্তব্যবোধে এতটুকু পিছপা হয়না যে,
অনাদর অন্যায় পেলেও শাপ দেয়াকে পাপ মনে করে
বেদনাহত হৃদয়েও যার আশিস থেকে প্রেয়সী বঞ্চিত হয়না।
একজন শুদ্ধ প্রেমিক হতে চেয়েছি শুধু।