জানালায় তারাদের প্রতি চেয়ে থাকারে আমিকি বলবো,আসমান দেখিতেছ !
অতি বৃহতরে সংকির্ণ করে দিতে মন করিতেছে মানা।
পৃথিবী ভাসিছে।
হৃদয়ে অতিব দূরতম আহ্বান টের পেয়ে হয়ত সে খুলিয়াছে বাতায়ন।
আমি কবি
কোনদিন তাহাদের দেখিনাই
না কোন জ্যোতি,না নিলীমা
যে দূরতম সে তো প্রেম।
তবে তারাদের প্রতি চেয়ে থাকারে আমিকি বলবো,
শুণ্যতা দেখিতেছ !
ভাসমান এই গ্রহে কোলাহল আর
বিচ্ছেদ যদি নিঃসঙ্গ করে রাখে
মহা শূণ্যতার শেষে তবু আলোক বিন্দু
কিন্তু আপনার অন্তকরন নিঃসিম আঁধার।
প্রজ্ঞার কক্ষপথে পৃথিবী ভাসে।