সে ভেসে চলে
নিমজ্জনের আনন্দ খুলে খুলে
পানি ডাকে
তবু ডোবেনা
পাখি উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখে
তার পাটাতনে নামে
ঠোকর মারে
পরখ করে দেখে সে কি চায়।

সে শুধু ভাসে
ঢেউয়ের বেশ ধরে আছড়ে পোড়ে
পানি ছুঁয়ে দেয় বুক

ডুবে যাওয়ার ভয়ে
খোলে জমে ওঠা পানি
সেচে ফেলে দিলে পর
অভিমানে বাতাস পড়ে যায়।

পাখিরা পানির কানে কানে বলে
তোমার আশা নেই
সেতো মরা কাঠ,মাটির সাথে প্রেম
বন্দরে অপেক্ষা করছে সফলতা।

ঝড় চায় ডাঙ্গা লণ্ডভণ্ড হয়ে যাক
বাতাসের গো গো করুণ
আর্তনাদ শুনে কেঁপে কেঁপে ওঠে
সারে সারে নাও।