যুদ্ধ শুরু হও!
শহরের বিরুদ্ধে গ্রাম
টলটলে পানির বিরুদ্ধে ঘোলা পানি
চঞ্চল হৃদয়ের বিরুদ্ধে স্থীরতা
কৃষক,আলুর বদলে রুয়ে দাও মাইন!
আসমান থেকে প্যরাট্রুপারের মত নেমে এসে
দা,আঁচড়া,হালের লাঠির সাথে মিশে যাও!
যেসব তত্ত্ব ক্ষমতার খর্ব,বিকৃত চেহারাকে ঢেকে রাখে
ষোড়শী-চপল,হাতে কাকন-কানে দুল
যুদ্ধ এসে আঁচড়ে-আগুনে ধ্বংস করে দাও ফর্সা ত্বক!
শিত গ্রীষ্ম বর্ষার পাশে যুক্ত হও যুদ্ধ!