এই চোখ কোথায় পেয়েছো নেফারতিতি !
এই ঠোঁট,এই চিবুক,ঢেকে রাখা নাভি,ঢেকে রাখা বুক-
ভাঙ্গা কলস কি কেউ ঢেকে রাখে !
আঁধারে ঢেকে থাকে তোমাকে পাওয়ার কলাকৌশল।
সুবৃহৎ সামিয়ানা কোথায় পেয়েছো,
আমাকে পর করে রেখেছে চোখের ব্যারিকেড !
কেউকি ঢেকে রাখে গরুর বাথান
ফসলের মাঠ
তুমি কোথায় পেয়েছো ঢেকে রাখা কোমরের ঢেউ
যেখানে উচ্ছল সমুদ্র,যেখানে বিংশ আর একবিংশ শতাব্দী
যেখানে আমার সমস্ত সফলতা
এই রুপ তুমি কোথায় পেয়েছো নেফারতিতি !