তুমি তখন ফাইভ-সিক্সএ পড়তে
পুরাকালের কথা
এত রুপ এত সুন্দর,তোমাকে দেখে
আমার প্রাণপাখি উড়ে যেত।
তুমি বাঁশবাগানের ছাঁয়া
তুমি হারিয়ে যাওয়া টেনিস বল
তুমি পিয়ারার ডালে ঝুলে ছিলে
তুমি ক্যাসেট প্লেয়ারে রিভার্স বাটন
তুমি শুধু তুমি
তুমি দশ পয়শা পাঁচ পয়শা
তুমি ট্রেনের চাকায় পিষ্ট করা মেডেল
তুমি ওহিদ মুন্সির মেয়ে
তুমি মামুন ভায়ের ছোট বোন
তুমি স্কুলে যাও,ফিরে আসো
আমাদের বাড়ি আসবে কবে !
আমি তোমার জন্য কবি হব
আমি খুব সুন্দর প্যান্ট পরেছি
আমি বাবরি চুলে বাউল সাজে
আমি তোমার জন্য পাগল
আমি রাত গভিরে তোমার কথা ভাবি
আমি মামুন ভায়ের কাছের বন্ধু
আমি তোমার চুল বাঁধা দেখি
আমি তোমার গন্ধ টের পাই
আমি তোমার কাছের ঋজু ভাই।