ঝাটিগা'র হাটে শাপলা বেচে
আঁধ পয়শায় কেনা তুই
কি অপরূপ,কি দৃশ্য,ভালোবেসে
তোমারে তেলের শিশিতে থুই।

ফোড়ের উপর ফোড় বুনে তবে
সুখ কিম্বা দুঃখ্যই হবে
সারাটি বর্ষা লিখে রেখেছি,
আমি আমারেই জোঁ আসা মাটিতে রুই।

চোখের পানিতে ভিজে উঠেছে
তার ঝড় আছে,তার ভাঙ্গন আছে
মধুমতি আমার সোনামুখি সুই।