মানুষ যদি নদী হতো,না হয় সাগর,আর হাতপা লম্বা করে শুয়ে থাকতো বে আব্রু। যেমন বে আব্রু শুয়ে থাকে কুমোর,বারাশিয়া,মধুমতি।

পাখিরা উড়ে আসে সকাল-সন্ধা-ভর দুপুরে।
বুকের বা পাশে হৃদয়,যেখানে আস্থা যেখানে তৃপ্তি। যেখানে আকাঙ্খা যেখানে প্রেম। যেখানে স্বাতন্ত্রবোধ। অমরত্বের কুয়াশাচাদরে ঢাকা যে হৃদয় বস্তুজগতের শৃঙ্খল হতে শুধু পালাতে চায়…

সেই মোহনায় উড়ে আসা পক্ষিকূল ভয়ে,তৃষ্ণা ভুলে ফিরে যেতে যেতে ভাবতো এ হলো 'বার্মুদা ট্রায়েঙ্গেল'।