ছড়া-কবিতা নাকি গীতি
জানিনা তার সঠিক রীতি,
মনের মধ্যে সহসাই উঠে জাগি,
বিলুপ্তপ্রায় অচেনা এক বাতি
হৃদয়ে বসবাস, অসুস্থ নীতি
হন্যে হয়ে ছুটি,
শুধু বিনিময় আর খ্যাতি
নিমজ্জিত মনুষ্যত্বের জ্যোতি
হায়রে হায়, কি করি উপায়
জীবনের মানে, উপলব্ধি না হয়
নিজের স্বার্থে ব্যাকুল সবাই,
কেউ কারো পাশে না দাঁড়ায়
নিষ্ঠুর, পাষাণ হৃদয়,
বোঝেনা, বোঝেনা কিসে হয় জয়