সুধাই তব হৃদয়ের হাহাকার
অন্যায়, অত্যাচার আর পাপাচার
ছেয়ে গেছে পূর্ব-পশ্চিম কিংবা চারিধার
বোধগম্য হয় কি কভু একবার
যেন, নিজের প্রতি নিজের অবিচার
দগ্ধ চারিধার, বন্ধ পূর্ণের দোয়ার
হারিয়ে খুজি মনুষ্যত্বের সুবিচার
স্বীয় অন্তর পূর্ণ বিষধর
ব্যস্ত স্বদা হতে অন্যের কারিগর
পশুরা বটেই পশু হয়
মনুষত্বহীন কি আর মানুষ হয়