নাহি অবিনশ্বর, নাহি অপরিসীম
রুপ, যৌবন, শক্তি অর্থ কিংবা খ্যাতি
সবই পরিমীয়, ক্ষুদ্র জীবনের ক্ষণ
ত'ব ছুটি কেবলই এহন পিছনে
যেন নাহি হারাবার কিছু এ জীবনে
মোহ, আবেগ কিংবা স্বার্থের আঘাতে
জীবনের ছলে, নাহি থাকে কেহ পাশে
ঘিরে ধরে ধূসর, ভাঙ্গে হৃদয় ও মন
নাহি কেহ আপন, নাহি কেউ স্বজন
অপারগ চিত্তে ভাবি, দেখিয়া ভুবন
ক্রিয়া, কৌতুক কিংবা মরীচিকা বৈ
কী আর হয়, এই পার্থিব জীবন
হারায় সবই, হারায় অতল গহীনে
ভাসে তব জ্ঞান, স্বার্থহীন কার্য
ভুবনে কিংবা গগনে