আর কত রক্তক্ষরণ,
কোটি মানুষের হৃদয় হরণ
জুড়াবে তোদের অন্তর নয়ন
তোরা মুখোশধারী দেশপ্রেমিক,
গোল্লায় দিচ্ছিস দেশ ও জাতি
দুর্নীতি আর স্বার্থবাদীই
তোদের মূলনীতি
লুটেরা তোরা মুনিব বেশে,
পরাধীন মোরা স্বাধীন দেশে
দেশের জন্য যারা আজ
দিচ্ছে প্রাণ, খুঁজছে প্রতিকার
মিথ্যে অপবাদে,
বলছিস তোরা তাদেরকেই রাজাকার
বাহ, বাহ কি চমৎকার
আর তোদের আচার ব্যবহার
জোশ, ক্ষমতা, অর্থ আর খ্যাতি
যেন স্বীয় অধিকার
তোরা অধম, নির্বোধ, বিবেকহীন,
তোরা পশুর চেয়েও নিকৃষ্ট
জনগণের অর্থ আত্মসাৎ
স্বীয় সম্পদের পাহাড়
গড়াই তোদের আদর্শ
স্বার্থের লোভে পুড়ে,
করেছিস ভঙ্গুর দেশ
পঙ্গু করছিস জাতি
দেশের জন্য তোদের কি
মায়া লাগে না, কাপুরুষ
তোরাও তো মোদের স্বজাতি
নাকি ক্ষমতা আর
অর্থের লোভে তোরা অন্ধ
হারিয়ে মনুষ্যত্বের জ্যোতি
এইবার তোরা মানুষ হ
যেতে তো হবেই সবার
আর করিস না কুপোকাত
যাওয়ার আগে অন্তত একবার
ফিরে আয় সত্যের পথে
হয়ে আশরাফুল মাখলুকাত