বিশ্ব দুয়ার আজ ক্লান্ত, পরিশ্রান্ত
অবরুদ্ধ, স্বজনহারা শান্ত
প্রতিটি ক্ষেত্র যেন
কারবালার রন প্রান্ত

ভীষণ ভয়, মনে সংশয়
কি যেন কি হয়
পিছে হেঁটে নয়, প্রাণে যত সয়
ভেবোনা এ ক্ষয়, এ আমাদের জয়
মানুষে মানুষে অজয় সাধিত হয়

রক্তে গরম আমরা বাঙালি
নত স্বীকার নাহি করি
গর্জে উঠি, শিকল ভাঙ্গি
ছিনিয়ে আনি প্রভাতফেরী

অনুগ্রহ,
করুণাকে করে চিরবিদায়
আত্মশুদ্ধি করি আমরা
এক মালার সুতায়