নিঝুম সন্ধ্যা নিস্তব্ধ পরিবেশ ,
যেখানে প্রতিনিয়ত ভয়েরা হানা দেয়।
আমি একা দাঁড়িয়ে -
আমার আজ কোন ভয় নেই।
ভয়তো আমি গিলে খেয়েছি ,
সেই অবাক হাহাকারের মুহূর্তে।
যখন কেউ ভয় পেত না !
আমি একা ভয়ের সর্দার , যেখানে
একটা ঘাসের ছিটা কেড়ে
নিবে আমার দেখার পৃথিবী।
একটা ঘাস ফড়িং পাখা নেড়ে ,
আবাস দিতো আমি এখানে
কেউ সেই ডাকের সাড়া দেয় নি।
অহংকার অহমিকায়
ভগ্নচিতায়ও ঠাই হয়নি তাদের ,
তাদের মৃত্যুর আগেই মৃত্যু হয়েছে।
সেই অবাক মৃত্যুই নিরব ভয়।
তাই আমি আজ নির্ভয়
অচেনা লক্ষী পেচার মতো।