শোঁ শোঁ শব্দে বুক কেঁপে ওঠে,
আছি মোরা শত ভয়ে।
দিন হতে দিন উজান গাঙে
এ কি!দুর্দশা যায় বয়ে।

দিনের রোজি দিনে খাই,
ঘরে জমা নেই পয়সা কড়ি।
কাঙালের ঘরে দুর্দশা  কেন-
ধনী দুলালের ঘর ছাড়ি?

উজান ঘাটের লোক মোরা,
বাঁচি জীবন রেখে বাজি।
মোরা,ফণী,বুলবুলে কেন-
অসহায় পতিত মাঝি?

রাতের আঁধারে উড়ে যায় মোদের,
স্বপ্নের জোড়া টিন।
ঘর নাই মোদের,বাধিবো যে ঘর-
বল শুধবে কে চড়া ঋণ?

সাগড় পারে বসতি মোদের,
দূর্ভোগে কত সংকেত!
বিধাতার একি মলিন বিধান-
মোদের আঘাতে হয়না লক্ষ্যভেদ।

তাই তো মোদের এতো ছুটাছুটি,
ঝড়ের রাত-দুপুরে।
বেঁচে যাই বলে,বার বার মরি,
মাথা ঠুকি দুঃখের দুয়ারে।

টর্চের আলোয় খুঁজে পায় মোদের,
আহত দেহ সাথে নিয়ে নানা রোগ।
সরকারি সেবায় বেঁচে উঠি মোরা,
দুঃখ করিতে ভোগ।

২৮ কার্তিক ১৪২৬
নারায়ণগঞ্জ