আমার এই নিথর দেহে        মন ও মনস্তাপ ছেয়ে 
            যে আশায় ভালোবাসায় বেঁধেছি,
তার মূল্য শুধু তারি          অতল হৃদয় বিহারি 
           দূর থেকে শুধু তোমায় ভালোবেসেছি।

 কার বাস এই মনে          শ্রী নাম জপে বিহনে
            ডাকিলাম না তারে প্রেমের আদুরে,
শত উল্লাসে প্রহর গুনে         খুঁজিয়া জনে জনে
             পেলাম না তারে ভুবন মাজারে।

কি সুবাস সে ফুলে         বিধেছে হৃদয় অতলে
             তোমাকে চেয়েছি বিমূর্ত আলোকে,
আঁধার আমার ভালো লাগে         আধাঁরি প্রেমের অনুরাগে
          ভালোবেসেছি ঊষার আলোর কালো'কে।

তোমারে চেয়েছি আপন করে         হারাতে চাইনা কোন ঝড়ে
          ভালোবাসার এই আকুতি তুমি কুড়ালে,    
মনে যে দাগ লাগিলো          ভবে কলঙ্ক রটিলো
           তবু ওই আঁখি মোর প্রানেতে জড়ালে।

কত পরিতৃপ্তি,চঞ্চল হাসি       যে মায়ায় তাকে ভালোবাসি
            হৃদয়ের ভুল দু-চরণ লুটালে,
আমারে তুমি বাসিলা না          হৃদয়ে তোমার শত ললনা    
        তবু রূপের বিষক্রিয়ায় আমায় মেশালে।

প্রানের তরে সে ভুল          হাজারো প্রশ্নের মাশুল
             তুমি চেয়ে দেখোনি সেই বিকেলে,
ফাল্গুন ছুঁয়ে গেছে মাঝে       ভুবন রঙের সাজে
             শেষ হোক নিশ্বাস তোমায় হারালে।       


৩০ বৈশাখ ১৪২৬
নারায়ণগঞ্জ