যত স্মৃতি আছে,
ক্ষীণ সময়ে দুজনের; সব ফেলে দিতে চাই-
সময়ের ডাস্টবিনে।
চিরকাল সাথে থাকার সফলতায় আমরা পৌঁছে গেছি!
জীবন যেখানে মলিন, ভঙ্গুর, প্রাণহীন-
সেখানে স্মৃতি হাতড়ে কি হবে?
তাই আজ সব স্মৃতি ফেলে দিতে চাই-
সময়ের ডাস্টবিনে।
তুমি এসেছিলে ফাগুনের মতো প্রাণবন্ত আভাসে,
জীবনের প্রাক কালে!
চলে যাওয়ার কথা আমাদের কখনোই হয় নি!
যাবেই বা কোথায়? আমাদের আকাশ হওয়ার প্রতিজ্ঞা-
আজ বোধহয় ভুলতে বসেছো?
যেখান যাই-আকাশের মত তোমায় পাই।
তাই আজ আকাশ থেকে তোমাকে আলাদা করে-
ছুঁড়ে ফেলে দিতে চাই,সময়ের ডাস্টবিনে।
সময় আমাদের আলাদা করেছে,
শিশুর কোল থেকে টেডি বিয়ার কেড়ে নেবার মতো!
সেই সময়ের ডাস্টবিনে একে অপরকে-
ছুঁড়ে ফেলার সংগ্রামে আজ তুমি জয়ী হয়েছো।
১১ অগ্রহায়ন ১৪২৭ // ২৬ নভেম্বর // বৃহস্পতিবার
নারায়ণগঞ্জ