কি বাতাস বইছে মাঠে মাঠে-
পাকা ধানের শীষে শীষে বেঁধেছে কোলাহল!
এই শব্দ,এই আয়োজন,এই কোলাহল
দেখার জন্য আজ তুমি নেই আমার পাশে।
বিধাতা আমাকে মানুষের প্রাণ দিয়েছে,
ভালোবাসা তো আমার রক্ত কণিকায় ছুটে চলে-
ধমনী-শিরা বেয়ে পা থেকে মস্তক।
জীবনের পার্থক্য বলতে কি বুঝো তুমি?
আমি বুঝি প্রেম,আমি বুঝি প্রাণ।
যদি ইঁদুর হতাম;হয়তো একটুকরো রুটির জন্য
দল ছেড়ে;ভালোবাসা ছেড়ে চলে আসতাম।
পেঁচার যেমন দল থাকে না,আমি তেমনি হতাম।
কাফিলার ডালে উলটো ঝুলে-
পার করে দিতাম কয়েক দশক!
অথবা তোমার ভালোবাসা যদি হতো কবুতরের মতো-
মালিকের খেতে দেওয়া গম তুলে দিতাম তোমার ঠোঁটে।
বিধাতা আমাকে মানুষের প্রাণ দিয়েছে,
যেই ভালোবাসা তোমাকে পেতে পারে না প্রিয়।
আমি অধীর অপেক্ষা করবো-
এক জনম পেরিয়ে বহু জনমেও
তবু তোমাকে চাই,
আমি যে তোমার নেশায় বুঁদ হয়ে আছি,
আট যুগ পেরিয়ে গোটা এক শতাব্দী যাবত।
তুমি আমাকে জীবনের পার্থক্য বোঝাও প্রিয়।
০৬ পৌষ ১৪২৭ // ২১ ডিসেম্বর ২০ // সোমবার
নারায়নগঞ্জ