তারপর একদিন সব সুন্দর এক-হবে
যেমন বর্ষা এলেই গাছে গাছে ফিরে কদম।
তুমুল বর্ষণের পর যেমন-
পত্র আস্বাদিত শাঁখে উঁকি ঝুঁকি মারে কাঁচা রোদ।
যেমন করে ঘরে ঘরে ফিরে আসে-
প্রবাসী যুবক; থলে ভর্তি হাসিমুখো কর্তা পুরুষ।
যেমনি ফিরে পায়-
মরা নদী ষোড়শী যৌবনা রূপ,
বিপুল শুকনো মাঠ হয়ে উঠে সোনালী সম্ভার।
যেমনি করে চালে-ডালে-তেলে পরিপূর্ণ হয়ে উঠে
গৃহস্থ বাড়ি। দু বেলা দু মুঠো নির্ভেজাল আহার।
এমনি করে নিরেট বন পেড়িয়ে-
তুমিও একদিন চলে আসতে পারো।
মঙ্গলবার,
১২ আশ্বিন ১৪২৯ | ২৭ সেপ্টেম্বর ২০২২
নারায়ণগঞ্জ।