এক গাল হাসির মতো তুমি,
এনে দিতে পারো মৃদু স্বচ্ছ বাতাস!
যে বাতাসে মন কেড়েছে,প্রাণ জুড়েছে,
আকাশ দগ্ধ লাল হয়ে-
এসেছো তুমি প্রণয়িনী বসন্ত।
আজ বড্ড ইচ্ছে করছে তোমার-
আঁচলে জড়িয়ে নিতে।
হটাৎ তীক্ষ্ণ বাতাসের তীরে-
কেন ঘায়েল করছো আমাকে?
যদিও এক প্রশান্তির মায়া আছে,
ওই স্বরূপ ভালোবাসায়।
তুমি তো প্রকৃতি-
আর আমি তোমারই দান।
তোমার আমার ভালোবাসা কি-
মধুর হবে নাকো আর?
                        
১৪ ফাল্গুন ১৪২৫
নারায়ণগঞ্জ